বর্তমান বিশ্বে ওয়েব সাইট একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। প্রফেশনালি না হলেও অনেকে ব্যাক্তিগত একটি ওয়েব সাইটের স্বপ্ন দেখেন। কিন্তু বেশিরভাগ বিষয়েই দেখা যায় কোডিংয়ের জটিলতার জন্য অনেকের আগ্রহ থাকার পরেও নিজের স্বপ্নের সাইটটি বানাতে পারছে না। আর প্রফেশনাল ডিজাইনারদের দিয়ে বানিয়ে নেবে সে পরিমাণ অর্থও ব্যয় করতে পারছে না। যার ফলে তাদের স্বপ্নের ওয়েব সাইটি স্বপ্নই থেকে যাচ্ছে। এটিকে সহজ করে দিয়েছে ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্ট - CMS ।
একটি ওয়েব সাইট তৈরি করতে হলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাবাস্ক্রিপ্ট, পিএইচপি ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। যা শিখতে কয়েক বছর সময় ব্যয় হয়ে যাবে। নিজের একটি সাইট তৈরি করতে হলে যদি কয়েক বছর সময় ব্যয় হয়, তাহলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবে। তাই তাদের কাজ সহজ করার জন্য কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাং সিএমএস তৈরি করা হয়েছে। ওয়েব সাইট তৈরির কাজকে অনেক সহজ করে দিয়েছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস (CMS)। আপনার যদি ডোমেইন হোস্টিং কেনা থাকে তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি সিএমএস ইনস্টল করে আপনার ওয়েব সাইটটি সকলের জন্য উন্মুক্ত করেত পারেরবেন। আর এর জন্য আপনাকে কোন ধরনের কোডিং শেখার প্রয়োজন নেই। বর্তমানে অনলাইনে হাজার ধরনের সিএমএস- CMS আছে।
সিএমএস হলো একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার। যেটি ব্যবহার করে খুব সহজে এবং দ্রুত কোডিং না করেই ওয়েব সাইট তৈরি করা সম্ভব। সিএমএস’র মাধ্যমে আপনি ওয়েব সাইটের টেক্সট, ইমেজ, ভিডিওসহ সব কনটেন্ট খুব সহজে এবং দ্রুত যোগ, সম্পাদনা এবং মুছে ফেলতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী অসংখ্য পাতা এবং পোস্ট তৈরি করতে পারবেন।